ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফিচার

যমুনা পাড়ের চিত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
যমুনা পাড়ের চিত্র ছবি: জিএম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোধূলি বেলায় আকাশ পানির এক চমৎকার মিলন মেলা। আর সেই স্থানে যমুনার বুকে মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার মিলন মেলায় ভেলা ভাসিয়ে চলেছেন দুই কিশোর।



ভাঙনে ভেঙেছে বানভাসিদের মাথা গোজার জায়গাটুকু। অভাগা মানুষজন তাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন করুণ এক দৃষ্টি নিয়ে।

ট্রলারে করে এভাবে নিকট আত্মীয় ও নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন টাঙ্গাইলের নাগরপুর থানার মাইঝাইল এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ।

যমুনার ভয়াল গ্রাসে বিলিন হয়ে যাচ্ছে মানিকগঞ্জের চরকাটারি সরকারি হাসপাতালের বিশাল ভবনটি। সামান্য চিকিৎসা সেবা থেকেও দূরে সরে যেতে বাধ্য হলো হতদরিদ্র মানুষগুলো।

বাংলানিউজ টিমের আয়োজনে দৌলতপুর থানার চরকাটারি গ্রামের এক পরিবারের সঙ্গে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এ পরিবারটি আট-দশ বার মুখোমুখি হয়েছে ভাঙনের। তবুও হাসি মুখে তাদের আপ্যায়নের কোনো কমতি ছিল না।

বাড়ির চারপাশে পানি তাই টাঙ্গাইলের নাগরপুরের ছোট্ট শিশুরা ঝুঁকি নিয়েই চলছে নৌকা নিয়ে। হাতে তুলে নিয়েছে বৈঠা।


টাঙ্গালের নাগরপুর থানার ছিটকিবাড়ি এলাকায় সিরাজ আলীর স্বপ্ন ভেঙে দিচ্ছে যমুনা। এমন অনেক সিরাজেরই স্বপ্ন ভাঙছে এই নদী।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।