ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন

প্রমথ চৌধুরী ও অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
প্রমথ চৌধুরী ও অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৭ আগস্ট ২০১৬, রবিবার। ২৩ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৮৩ - বাংলা অভিধান প্রণেতা পিটস হেনরি ফরস্টার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে কলকাতায় পদার্পণ করেন।
•     ১৮২৯ - প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
•     ১৯১৩ - ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত।
•     ১৯৪০ - অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে।
•     ১৯৬০ - আইভোরি কোস্ট স্বাধীনতা অর্জন করে।

জন্ম
•     ১৮৬৮ - বিংশ শতাব্দীর অন্যতম সাহিত্যিক প্রমথ চৌধুরী। ছিলেন প্রাবন্ধিক, কবি ও লেখক। পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিহরপুর গ্রামে। বীরবল ছদ্মনামে লিখতেন এ প্রাবন্ধিক। সম্পাদনা করেছেন মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী। তার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। বাংলা সাহিত্যে ইতালিয়ান সনেটের প্রবর্তনও হয় তার মাধ্যমে।
•     ১৮৭১- প্রখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর। একইসঙ্গে নন্দনতাত্বিক ও লেখক। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, মারুতির পুঁতি উল্লেখযোগ্য। তার সেরা চিত্রকর্ম সাজাহান, কৃষ্ণলীলা বিষয়ক চিত্রাবলী, বজ্রমুকুট ও ঋতুসংহার।

মৃত্যু
•     ১৯২১ - রুশ কবি আলেক্সান্ডার ব্লক।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।