ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কাজী নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকা প্রকাশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
কাজী নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকা প্রকাশ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ আগস্ট ২০১৬, শুক্রবার। ২৮ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৬৫ - মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
•     ১৯২২ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধূমকেতু’ পত্রিকা প্রকাশিত হয়।
•     ১৯২৬ - লাঙল পত্রিকার নাম পালটে ‘গণবাণী’ রাখা হয়।
•     ১৯৮৫ - জাপান এয়ারলাইনের যাত্রীবাহী প্লেন ওগুরা পর্বতে বিধ্বস্ত হলে ৫২০ জনের মৃত্যু।

জন্ম
•     ১৮৫১ (২৮ শ্রাবণ, ১২৫৮ বঙ্গাব্দ) - লোককবি পাঞ্জু শাহ।
•     ১৮৬৬ - নোবেলজয়ী স্প্যানিশ কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেস।
•     ১৮৮৭ - অস্ট্রিয়ান পদার্থবিদ এরভিন শ্রোয়েডিংগার।
•     ১৮৯৫ - বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।

মৃত্যু
•     ১৮২৭ - ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক।
•     ১৯৫৫ - নোবেলজয়ী জার্মান ঔপন্যাসিক ও প্রাবন্ধিক টমাস মান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।