ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ আগস্ট ২০১৬, সোমবার। ৩১ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮৭২ - ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
•     ১৮৭৫ - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।
•     ১৮৮৯ - কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান কাব প্রতিষ্ঠিত হয়।
•     ১৯৪৭ - ভারতে ব্রিটিশ শাসনে অবসান হয় ও ভারত স্বাধীনতা লাভ করে।

ব্যক্তি
•     ১৭৭১ - স্কটিশ ঔপন্যাসিক ওয়াল্টার স্কটের জন্ম।
•     ১৮৯২ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ লুই দ্য ব্রইর জন্ম।
•     ১৯১০ - ইসলামবিষয়ক পন্ডিত ও ব্রাম্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেনের মৃত্যু।
•     ১৯২২ - কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম।
•     ১৯২৬ - কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম।
•     ১৯৭৫ - স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।