ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন

সমাজতন্ত্রী চীনের জনক মাও সেতুংয়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
সমাজতন্ত্রী চীনের জনক মাও সেতুংয়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার। ২৫ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯৪৮ - স্বাধীন দেশ হিসেবে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা।
•    ১৯৬৯ – কানাডায় অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়ন হয়। ফলে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।
•    ১৯৭০ – পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন একটি ব্রিটিশ প্লেন হাইজ্যাক করে।
•    ১৯৯১ – তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে তাজিকিস্তানের স্বাধীনতা লাভ।
•    ১৯৯৩ – ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন বা পিএলও।

ব্যক্তি
•    ১০৮৭ - ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম উইলিয়ামের মৃত্যু।  
•    ১৮৭২ - ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানীর জন্ম।
•    ১৮৮২ - বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবীর জন্ম ।
•    ১৯০১ - প্রখ্যাত ফরাসি চিত্রকর অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেকের মৃত্যু
•    ১৯৬৭ - বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের জন্ম।
•    ১৯৬৮ - বাঙালি লেখক অশোক বড়ুয়ার মৃত্যু।
•    ১৯৭৬ - সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা ও চায়না কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুংয়ের মৃত্যু। ১৮৯৩ সালের ২৬  ডিসেম্বর জন্ম নেওয়া মাও চীনের বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা বলে পরিচিত। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্র শাসন করেন। মার্কসবাদ-লেনিনবাদে তার তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।