ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

চার সিটের গাড়িতে ২০ জন! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
চার সিটের গাড়িতে ২০ জন! (ভিডিওসহ)

ঢাকা: ড্রাইভারের পাশে এক, পিছনে দুই- মোটে চারটি সিট। এই চার সিটে আপনি কজন নিয়ে বসতে পারবেন বলে ধারণা? পাঁচ, সাত বা দশ? বা ঠেসেঠুসে বড়জোর বার-চৌদ্দ! তাও তো বসা অসম্ভব!

এই অসম্ভবকেই সম্ভব করে দেখালো কমেট চিয়ারলিডার দলের ২০ সদস্য।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ইতালিয়ান শো-তে ‘মোস্ট পিপল ক্র্যামড্‌ ইন এ স্মার্ট কার’ শিরোনামে এই প্রচেষ্টা নেন তারা।

২.৬৯ মিটার লম্বা ওই ছোট্ট গাড়িতে তারা নিজেদের সংকুলান করে সবার প্রশংসা কুড়ান। দেখেন নিন কীভাবে তারা এ কঠিন কাজটি সম্ভব করলেন।

**ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=avHkxuvHHJk

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।