ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলা চলচ্চিত্রের মহাতারকা সালমান শাহ’র জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
বাংলা চলচ্চিত্রের মহাতারকা সালমান শাহ’র জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার। ৪ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৫৯ - পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।
•    ১৭৫৫ - ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে।
•    ১৮৯৩ - নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়।
•    ১৯০৭ - প্রথম তাপ ও জ্বালানি উৎপাদনকারী উপাদান আবিষ্কৃত হয়।
•    ১৯৬২ - ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
•    ১৯৮৫ - মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত হয়।
•    ১৯৯২ - যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয়।
•    ১৯৯৪ - যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবীয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।

ব্যক্তি
•    ১৩৩৯ - জাপানের সম্রাট গো-দিয়গোর মৃত্যু।
•    ১৫৬৩ - পোলান্ডের রাজা তৃতীয় হেনরির জন্ম।
•    ১৭৫৯ - ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবির জন্ম।
•    ১৯০৩ - কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম।
•    ১৯১১ - নোবেলজয়ী ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিংয়ের জন্ম।
•    ১৯২৪ –  প্রথিতযশা ভারতীয় সংগীতশিল্পী সুচিত্রা মিত্রের জন্ম।
•    ১৯৭১ – বাংলা চলচ্চিত্রের মহাতারকা সালমান শাহ’র জন্ম। সিলেটের জকিগঞ্জের কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরী দম্পতির সন্তান সালমানের পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার স্ত্রী ছিলেন সামিরা। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এ অভিনেতাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম মনে করা হয়। ১৯৯৩ থেকে ১৯৯৬—মাত্র চার বছরের ক্যারিয়ারে তার প্রাপ্তি ছিল আকাশচুম্বী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখলে তার জনপ্রিয়তা বাড়ে ঈর্ষণীয়ভাবে। একে একে অভিনয় করেন- তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, প্রেম যুদ্ধ, স্বপ্নের ঠিকানা (ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী), বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, মায়ের অধিকার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু সহ মোট ২৭টি চলচ্চিত্রে। তার সবশেষ চলচ্চিত্র ছিল বুকের ভেতর আগুন। আর অসমাপ্ত ছবি ছিল ‘মন মানে না’। যেটা শেষ করা হয় অভিনেতা রিয়াজকে দিয়ে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর (মাত্র ২৫ বছর বয়স) ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এ জনপ্রিয় অভিনেতার। সালমানের মৃত্যুর জন্য দাম্পত্য কলহ অভিযুক্ত হলেও সে রহস্য এখনও উদঘাটিত হয়নি।
•    ১৯৮৭ - লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীনের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।