ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বের বিস্ময়কর সুন্দর বিচ হোটেল (পর্ব-২)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
বিশ্বের বিস্ময়কর সুন্দর বিচ হোটেল (পর্ব-২)

ঢাকা: পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে কার না মন চায়।  এ প্রকৃতির রূপ-গন্ধ সৌন্দর্য কম বেশি সবারই উপভোগের তীব্র আকাঙক্ষা থাকে।

 সে আকাঙক্ষা থেকেই সবাই তার সাধ্য মতো বিশ্বের সৌন্দর্য উপভোগে মরিয়া হয়ে থাকেন।

ভ্রমণের জন্য পর্যটকরা বেশির ভাগ ক্ষেত্রেই সমুদ্র, পাহাড়, পর্বত, ঐতিহাসিক স্থান কিংবা গহীন অরণ্যকে প্রাধান্য দেন। ভ্রমণরত পর্যটকদের জন্য চাই বিস্মরকর, সুন্দর ও আকর্ষণীয়  অবাসস্থল। যেখানে থেকে নিরবে অনুধাবন করা যাবে প্রকৃতির খাঁটি সৌন্দর্য।

বুধবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সিএনএন’ বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকত বা বিচের বিস্ময়কর সুন্দর কিছু হোটেল ও রিসোর্টের ছবি প্রকাশ করেছে।  যা দেখে যে কেউ মুগ্ধ হবেন। ‘সিএনএন’র সৌজন্যে বাংলা বাংলানিউজের পাঠকের জন্য তা পরিবেশন করা হলো।  চলুন, এবার ছবিগুলো দেখতে থাকি, আর মুগ্ধ হতে থাকি...

প্রথম পর্বের পর...১১. কোয়ালিয়া, গ্রেট বেরিয়ার রিফ, অস্ট্রেলিয়া।

১২. ফোর সিজনস রিসোর্ট মাউই, হোওয়াই, যুক্তরাষ্ট্র।

১৩. সেক্রেট বে, ডোমিনিকা, ওয়েস্ট ইন্ডিজ।

১৪. বেলা ভিস্টা হোটেল অ্যান্ড স্পা, আলগার্ভ, পর্তুগাল।

১৫. দি মুলিয়া, বালি, ইন্দোনেশিয়া।

১৬. ক্যাপ জুলুকা, অ্যাগুইলা।

১৭. ফোর সিজনস রিসোর্ট বোরা-বোরা, ফ্রেন্স পলিনেশিয়া।

১৮. দি রিসোর্ট অ্যাট পেড্রিগাল, কোবা সান লুকাসা, মেক্সিকো।

১৯. দি সেতাই, মিয়ামি, যুক্তরাষ্ট্র।

২০. দি সেন্ট রেগিস বাহিয়া বিচ রিসোর্ট, পুয়ের্তো রিকো।

প্রথম পর্বের আরও বিস্ময়কর ছবি দেখতে ক্লিক করুন... ** বিশ্বের বিস্ময়কর সুন্দর বিচ হোটেল

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।