ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

চলচ্চিত্রকার আলমগীর কবিরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
চলচ্চিত্রকার আলমগীর কবিরের জন্ম চলচ্চিত্রকার আলমগীর কবির। ফাইল ছবি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।

সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৬ ডিসেম্বর, ২০১৭, মঙ্গলবার। ১২ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৮০৫ – অস্ট্রিয়া ও ফ্রান্স প্রেসবার্গ চুক্তি সাক্ষর করে।  
১৮৯৮ – পিয়েরে ক্যুরি ও মেরি ক্যুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯০৬ - বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং’ প্রথম প্রদর্শিত হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোকের মৃত্যু।
১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।
১৯৭৬ - নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
 
জন্ম
১৭৯১ - চার্লস ব্যাবেজ, ব্রিটিশ গণিতবিদ। তাকে কম্পিউটারের জনক হিসেবে অভিহিত করা হয়।
১৮৯৩ - মাও সে তুং, চীনা বিপ্লবী, মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। মার্কসবাদ-লেনিনবাদে তার তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তার কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।

১৯৩৮ - আলমগীর কবির, স্বনামধন্য বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর রাঙামাটিতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বেশ কিছু প্রভাবশালী চলচ্চিত্র নির্মাণ করেন। তার তিনটি চলচ্চিত্র ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের ‘বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র’ তালিকায় স্থান পেয়েছে।

৯৮৪ সালে নির্মিত চলচ্চিত্র ‘পরিণীতা’ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়। তিনি বগুড়া জেলায় একটি চলচ্চিত্র বিষয়ক অণুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা ফিরে আসার পথে ১৯৮৯ সালের ২০ জানুয়ারি নগরবাড়ি ফেরি ঘাটে এক দুর্ঘটনায় নিহত হন। শিল্পকলায় অসাধারণ অবদানের জন্য ২০১০ সালে আলমগীর কবিরকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে পরিচিত ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়।
 
মৃত্যু

১৫৩০ - সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, উপমহাদেশে মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।  
১৮৩১ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।
১৮৬২ - কাকুজো ওকাকুরা, জাপানি চিত্রশিল্পী।
১৯৭২ - হ্যারি এস ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।