ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

ফিচার

বিদায় হে সূর্যদেব, এসো নবপ্রভাতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বিদায় হে সূর্যদেব, এসো নবপ্রভাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সূর্যাস্তের এ ছবি তুলেছেন রাজীন চৌধুরী

ঢাকা: কারও উত্থানের গল্প, কারও সংগ্রামের পথ লম্বা করার গল্প। কারও ভাঙনের গল্প, কারও গড়ার গল্প। এমন অজস্র গল্প রচিত হয়েছে এই একটা বছরে।

একটু পরেই ঘুমিয়ে পড়বে বছরের শেষ সূর্যটা।  রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সূর্যাস্তের এ ছবি তুলেছেন রাজীন চৌধুরী

একটু পরেই ঘুমিয়ে পড়বে বছরের শেষ সূর্যটা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সূর্যাস্তের এ ছবি তুলেছেন রাজীন চৌধুরী

এতোসব গল্পকে মনুষ্যমেলায় রেখে মহাকালের কোলে ঘুমিয়ে গেলো বছরের শেষ সূর্যটা।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার আকাশে যখন এ সূর্যের বিদায়ের প্রস্তুতি চলছিলো, আকাশ সেজেছিলো লাল আভার শাড়িতে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সূর্যাস্তের এ ছবি তুলেছেন রাজীন চৌধুরী

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সূর্যাস্তের এ ছবি তুলেছেন রাজীন চৌধুরী

নগরের উঁচু দালানকোঠায় তখন যেন বছরের হিসাব মেলাবার পালা চলছিলো। নিশি আঁচলে শরীর ঢাকছিলো প্রকৃতিদেবী। বৈদ্যুতিক তারে বসে ফিঙেটা গল্প করছিলো যেন বিদায়ী বছরের চন্দ্রদেবের সঙ্গে

বৈদ্যুতিক তারে বসে ফিঙেটা গল্প করছিলো যেন বিদায়ী বছরের চন্দ্রদেবের সঙ্গে

দূরের বৈদ্যুতিক তারে বসে ফিঙেটা গল্প করছিলো যেন বিদায়ী বছরের চন্দ্রদেবের সঙ্গেও। সে কি রাত পোহাবার পর শুরু হতে যাওয়া নতুন বছর সাজানোর গল্প? ‘বিদায় হে আলোর দেবতা, এসো নতুন ভোরে!’।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।