একটু পরেই ঘুমিয়ে পড়বে বছরের শেষ সূর্যটা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সূর্যাস্তের এ ছবি তুলেছেন রাজীন চৌধুরী
এতোসব গল্পকে মনুষ্যমেলায় রেখে মহাকালের কোলে ঘুমিয়ে গেলো বছরের শেষ সূর্যটা।রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সূর্যাস্তের এ ছবি তুলেছেন রাজীন চৌধুরী
নগরের উঁচু দালানকোঠায় তখন যেন বছরের হিসাব মেলাবার পালা চলছিলো। নিশি আঁচলে শরীর ঢাকছিলো প্রকৃতিদেবী।
বৈদ্যুতিক তারে বসে ফিঙেটা গল্প করছিলো যেন বিদায়ী বছরের চন্দ্রদেবের সঙ্গে
দূরের বৈদ্যুতিক তারে বসে ফিঙেটা গল্প করছিলো যেন বিদায়ী বছরের চন্দ্রদেবের সঙ্গেও। সে কি রাত পোহাবার পর শুরু হতে যাওয়া নতুন বছর সাজানোর গল্প? ‘বিদায় হে আলোর দেবতা, এসো নতুন ভোরে!’।বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এইচএ/