ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

পল্লী কবি জসীম উদ্‌দীনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
পল্লী কবি জসীম উদ্‌দীনের জন্ম পল্লী কবি জসীম উদ্‌দীন (ফাইল ফটো)

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০১ জানুয়ারি, ২০১৭, সোমবার। ১৮ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
৪৫ খ্রিস্টপূর্ব - জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
৪০৪ - রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্টিত।
১৪৩৮ - হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরির রাজা হিসেবে অধিষ্ঠি হন।
১৬০০- স্কটল্যান্ডে জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
১৬৫১ - ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৮৯ - কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৯ - কলকাতার ‘ব্যাংক অব ক্যালকাটা’র নাম পরিবর্তন করে ‘বেঙ্গল ব্যাঙ্ক’ রাখা হয়।
১৮২৪ - কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।
১৮৭১ - মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ‘ইন্ডিয়ান মিরর’ দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই প্রথম কোনো ভারতীয়র সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৮৯০ - স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।
১৯৭৫ - হলদিয়ার ‘হলদিয়া তৈল সংশোধনাগার’ থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
 
জন্ম
১৮৯০ - প্রেমাঙ্কুর আতর্থী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।  
১৮৯৪ - সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), ভারতীয় বাঙালি পদার্থবিদ।  
১৯০৩ - জসীম উদ্‌দীন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি। ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তার জন্ম। গ্রাম্য জীবন এবং গ্রামীণ পরিবেশ-প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসীম উদ্‌দীন বিশেষভাবে পরিচিত। তার এই সুখ্যাতি তাকে পল্লী কবি উপাধি এনে দেয়। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। তার রচিত নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থকে তার শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয় এবং পৃথিবীর অনেক ভাষায় এটি অনূদিত হয়েছে। এছাড়াও জসীম উদ্‌দীন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক গান রচনা করেছেন। ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
১৯১৪ - অদ্বৈত মল্লবর্মণ, ভারতীয় বাঙালি সাহিত্যিক।  
১৯৩০ - এ.কে. খন্দকার, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা।
১৯৩০ - আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।
১৯৪৬ - রিভেলিনো, প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯১১ - মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক।
 
মৃত্যু
১৮৯৪ - হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯২১ - সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি সাহিত্য সমালোচক।  

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এনএইচটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।