ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

আলমগীর ও তাসকিনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
আলমগীর ও তাসকিনের জন্ম আলমগীর ও তাসকিনের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ এপ্রিল ২০১৮, মঙ্গলবার। ২০ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক।

১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত।

১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।

১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।

১৮৬০ - প্রথম ঘোড়ার ডাক চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মানবাহিনীর অনুপ্রবেশ।

১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।

জন্ম

১৮৮৪ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯২৪ - মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯২৯ - ফজলুর রহমান খান, বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।

১৯৫০ – আলমগীর, বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার জন্ম। তিনি আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

১৯৭৮ - টমি হাস, জার্মান টেনিস খেলোয়াড়।

১৯৯৫ - তাসকিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার। রাজধানী ঢাকায় জন্ম। তিনি ডানহাতি ফাস্ট বোলার হিসেবে বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত। ২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। একই বছর ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। ওই খেলায় তিনি ৫ উইকেট লাভ করেন। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।

মৃত্যু

১৯৭৭ - জ্যাক রাইডার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৭৯ - সৈয়দ মাহবুব মোর্শেদ, বাংলাদেশের প্রখ্যাত বিচারপতি।

১৯৯১ - গ্রাহাম গ্রিন, খ্যাতিমান ব্রিটিশ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।