ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

নিনদারথালদের তৈরি বিশ্বের প্রাচীনতম কাঠের হাতিয়ার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
নিনদারথালদের তৈরি বিশ্বের প্রাচীনতম কাঠের হাতিয়ার প্রাচীনতম কাঠের হাতিয়ার

ঢাকা: উত্তর স্পেনের পাহাড়ি অঞ্চলে (আইবেরিয়ান পেনিনসুলা) সন্ধান পাওয়া গেললো বিশ্বের প্রাচীনতম কাঠের হাতিয়ারের। প্রায় ৯০ হাজার বছর আগে এ হাতিয়ারগুলো তৈরি করেছিল বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন মানবগোষ্ঠী নিনদারথালরা।

হাতিয়ারগুলো তৈরির সময়কাল নির্ধারণের জন্য গবেষকরা এর মধ্যকার আলোর বিকিরিণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এরকম দু’টি হাতিয়ার পাওয়া গেছে যেগুলোর বৈশিষ্ট্য বেশ ভালোভাবে সংরক্ষিত ছিল।

এগুলো ইউ গাছের শেকড় দিয়ে তৈরি।  

কাঠকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য পাথরের সাহায্যে বিভিন্ন আকৃতি দিতো নিনদারথালরা। এরপর সেগুলো শক্ত করার জন্য আগুনের তাপ দেওয়া হতো। মাটি খুঁড়ে খাদ্যের সন্ধান করতে এসব হাতিয়ার ব্যবহৃত হতো।

এর আগে যুক্তরাজ্য, ইতালি ও জার্মানিতে নিনদারথালদের ব্যবহৃত বেশ কিছু হাতিয়ার পেয়েছিলেন গবেষকরা।

নিনদারথালরা কিছুটা ভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে বিবর্তিত মানব সম্প্রদায়। প্রায় পাঁচ লাখ বছর আগে ইউরোপে এরা প্রথম আবির্ভূত হয়। পরে এশিয়ার বিভিন্ন অঞ্চলে এরা ছড়িয়ে পড়েছিল। কিন্তু ৪০ হাজার বছর আগে এরা বিলুপ্ত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।