ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

শুক্রগ্রহে অবতরণ করে ভেনেরা-৫

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৮
শুক্রগ্রহে অবতরণ করে ভেনেরা-৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ মে ২০১৮, বুধবার। ০২ জৈষ্ঠ্য, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা:
১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ওই এলাকার নাম রাখে হন্ডুরাস।
১৫৩২ - স্যার টমাস মুর ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে পদত্যাগ করেন।
১৮৮১ - জার্মানিতে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।
১৮৯০ - কলকাতায় ব্রাহ্মবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯১৬ - উসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গোপন সাইকস-পিকট চুক্তি স্বাক্ষরিত হয় যা এশিয়া মাইনর চুক্তি বলে পরিচিত। এতে রাশিয়ারও সম্মতি ছিল। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পরাজয়ের পর মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে ত্রিপক্ষীয় আতাতের উদ্দেশ্য এতে বিবৃত হয়। ১৯১৫ সালের নভেম্বর থেকে ১৯১৬ সালের মার্চের মধ্যে এই চুক্তির আলোচনা চলে। ১৯১৬ সালের ১৬ মে এটি উপসংহারে পৌঁছায়। চুক্তি অনুসারে যুক্তরাজ্যকে জর্ডান নদী ও সমুদ্রের মধ্যবর্তী অঞ্চল, জর্ডান, দক্ষিণ ইরাক এবং হাইফা ও এক্রের বন্দর এলাকা বরাদ্দ দেওয়া হয় যাতে ভূমধ্যসাগরে নিয়ন্ত্রণ করা যায়। ফ্রান্সকে বরাদ্দ দেওয়া হয় দক্ষিণপূর্ব তুরস্ক, উত্তর ইরাক, সিরিয়া ও লেবানন।  
১৯৪৬ - ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব।
১৯৬১ - জেনারেল পার্ক চুংহির নেতৃত্বে দ. কোরিয়ার সামরিক অভ্যুত্থান।
১৯৬৯ - সোভিয়েত নভোযান ভেনেরা-৫ শুক্রগ্রহের পৃষ্ঠে অবতরণ করে।
১৯৭৬ - মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।  
১৯৮৬ - সৌরজতের অভ্যন্তরভাগে শেষবারের মতো দেখা যায় হ্যালির ধূমকেতু।

জন্ম:
১৮২৩ - হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক।
১৮৩১ - যতীন্দ্রমোহন ঠাকুর, বঙ্গ নাট্যালয়ের প্রতিষ্ঠাতা।
১৮৩১ - ডেভিড এডওয়ার্ড হিউম, টেলি প্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক।
১৯১৮ - হুয়ান রুলফ, মেক্সিকান কথাসাহিত্যিক।
১৯২৩ - মার্টন মিলার, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।

মৃত্যু:
১৮৩০ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।
১৯৩২ - তসুশি ইনুকাই, জাপানের প্রধানমন্ত্রী।
১৯৪৭ - গাউল্যান্ড হপকিনস, নোবেলজয়ী ব্রিটিশ জীবরসায়নবিদ।
১৯৭৭ - মোদিবো কেইটা, মালির প্রথম প্রেসিডেন্ট মৃত্যুবরণ করে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।