ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

মহাকবি কায়কোবাদের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
মহাকবি কায়কোবাদের প্রয়াণ মহাকবি কায়কোবাদ। ছবি: সংগৃহীত

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ জুলাই ২০১৮, শনিবার। ৬ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৯৮ - পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন মামেলুক সেনাবাহিনীকে পরাজিত করে মিশর দখল করেন।
১৮৩১ - নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
১৮৮৩ - ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটার উদ্বোধন করা হয়।
১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়।

জন্ম
১৬২০ - জিন পিকার্ড, ফরাসি জোর্তির্বিদ।
১৬৬৪ – ম্যাথু প্রাইয়োর, ব্রিটিশ কবি ও কূটনীতিক।
১৭১০ –  পল মোরিং, জার্মান শল্যচিকিৎসক।
১৮৯৯ - আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প রচয়িতা এবং সাংবাদিক।

মৃত্যু
১৯৫০ - জন সি উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী মার্কিন জল্লাদ।
১৯৫১ - মহাকবি কায়কোবাদ, বাংলা ভাষার একজন উল্লেখযোগ্য কবি। ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা-পূর্বপাড়া গ্রামে জন্ম। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: বিরহ বিলাপ, মহাশ্মশান (মহাকাব্য), আমিয় ধারা, অশ্রুমালা প্রভৃতি। ১৯৫১ সালের ২১ জুলাই এই মহান কবি ঢাকায় মৃত্যুবরণ করেন।
১৯৭৬ - আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।  

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এনএইচটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।