ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের জন্ম ফিরোজা বেগম।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৮ জুলাই ২০১৮, শনিবার। ১৩ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধ শুরু। ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হওয়া এই যুদ্ধ ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল। এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতগুলোর একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এরসঙ্গে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন ঘটে।

জন্ম
১৬৩৫ - রবার্ট হুক, ব্রিটিশ চিকিৎসাবিদ ও রসায়নবিদ।  
১৮০৪ - লুডউইগ ফয়েরবাক, জার্মানির বস্তুবাদী দার্শনিক।  
১৯৩০ - ফিরোজা বেগম, বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী। নজরুল সঙ্গীতের জন্য সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি বিখ্যাত হয়ে আছেন। ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমায় (বর্তমান গোপালগঞ্জ জেলা) জন্ম। দশ বছর বয়সে ফিরোজা বেগম কাজী নজরুলের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে তালিম নেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। নজরুলসঙ্গীত ছাড়াও তিনি আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাতসহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কন্ঠ দিয়েছেন। জীবদ্দশায় তার ১২টি এলপি, ৪টি ইপি, ৬টি সিডি ও ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। কিডনি জটিলতায় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
১৯৫৪ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।  
১৯৮১ - মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।
১৯৮৭ - পেদ্রো রোদ্রিগেজ, স্প্যানিশ ফুটবলার।
১৯৯৩ - হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

মৃত্যু
১৭৫০ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।  
১৯৬৮ - অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ।  
১৯৭২ - চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী।  
২০০১ - আহমদ ছফা, বাংলাদেশি লেখক, কবি ও সমালোচক।  
২০০৪ - ফ্রান্সিস ক্রিক, ব্রিটিশ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।  
২০১৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী।  

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।