ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

পানামা খাল উদ্বোধন, মুখ ও মুখোশ মুক্তি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
পানামা খাল উদ্বোধন, মুখ ও মুখোশ মুক্তি পানামা খাল উদ্বোধন, মুখ ও মুখোশ মুক্তি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ আগস্ট ২০১৮, শুক্রবার। ১৯ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১১০৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।
১৪৯২ - স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
১৭৯৫ - গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।
১৮৮২ - ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
১৯১৪ - পানামা খালের উদ্বোধন হয় এবং এর মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। পানামা খাল খনন শুরু হয় ১৯০৪ সালে ও শেষ হয় ১৯১৪ সালে।
১৯১৪ - ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।
১৯৫৬ - তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। এটি বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে নির্মিত চলচ্চিত্র।
১৯৬০ - আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের সদস্যভুক্ত হয়।

জন্ম
১৯০৪ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী।
১৯৩০ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।
১৯৪৮ - জঁ-পিয়ের রাফারাঁ, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী।

মৃত্যু
১৪৬০ - দ্বিতীয় জেমস, স্কটল্যান্ডের রাজা।
১৭২১ - গিনলিং গিবনস, ব্রিটিশ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।