ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

অ্যামাজনে নতুন নৃ-গোষ্ঠীর খোঁজ দিলো ড্রোন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
অ্যামাজনে নতুন নৃ-গোষ্ঠীর খোঁজ দিলো ড্রোন! ড্রোন ক্যামেরায় ধারণ করা চিত্র

ড্রোনে ধারণ করা ভিডিও আর স্থিরচিত্র থেকে উদঘাটন হয়েছে দারুণ এক তথ্য। অ্যামাজনের গহীন জঙ্গলে খোঁজ মিলেছে নতুন এক নৃ-গোষ্ঠীর। নতুন এ নৃ-গোষ্ঠীর সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগই ছিল না। জাতিটি স্পষ্টতই এতোদিন ছিল বিচ্ছিন্ন।

ড্রোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নতুন এ তথ্য পাওয়া যায়। ড্রোনের ভিডিওতে দেখা যায়, গাছ দিয়ে আচ্ছাদিত একটি জায়গা।

সেখানে কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করছেন। হাঁটাহাঁটি করা মানুষদের মধ্যে একজন ঘুরছেন বর্শা নিয়ে।

বলা হচ্ছে, ড্রোনে ধরা পড়া জায়গাটি জাভারি নদীর উপত্যকা। এটি পেরু ও ব্রাজিল সীমান্তের খুব কাছাকাছি একটি জায়গা।

ব্রাজিল সরকারের ইন্ডিজিনাস সংস্থা 'ফুনাই' ড্রোনের ভিডিওগুলো ধারণ করেছে। ‘ফুনাই’ নামে এ সংস্থা সেখানকার আরও অনেক ছবি তুলেছে। পাম গাছ ও খেজুর গাছ দিয়ে তৈরি বাড়ি, পাথর দিয়ে তৈরি ধারালো অস্ত্র যার হাতল কাঠের, এছাড়াও কুঁড়েঘরের ছবি। এ ছবিগুলোও প্রকাশ করেছে ‘ফুনাই’।  

ড্রোন ক্যামেরায় ধারণ করা চিত্র‘ফুনাই’ বলছে, এ অঞ্চলের আটটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ রয়েছে। এছাড়াও কমপক্ষে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে যাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই। তারা বিচ্ছিন্ন।  

‘ফুনাই’য়ের অভিযানিক দলটি নৌকা, ট্রাক, মোটরসাইকেলে করে ১১০ মাইল পাড়ি দিয়েছে। আর ৭৫ মাইলের মতো জায়গা হেঁটে গিয়েছে। তারা হেঁটে এমন জায়গাতেও গিয়েছে যেখানে সাধারণত হাঁটা দুঃসাধ্য।  

ফুনাই জানায়, লাইসেন্স ছাড়াই জঙ্গলে শিকার করে এবং বিনা অনুমতিতেই জমি অধিগ্রহণ করে নেয় এমন দু’টি দলকে আটক করেছে পুলিশ বাহিনী। তবে এরা সেই দলের কিনা তা এখনও জানা যায়নি। এছাড়া এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মূলত প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়।   

সারভাইভাল ইন্টারন্যাশনালের বলছে, আদিবাসীদের রক্ষা করার লক্ষ্যে কাজ করে ‘ফুনাই’। যে সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদের সুরক্ষিত রাখার জন্য কাজ করে এ সরকারি সংস্থা।  

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।