ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত যাচ্ছে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
ভারত যাচ্ছে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দল সিনিয়র সাংবাদিক প্রতিনিধি দল। ছবি: বাংলানিউজ

ঢাকা: সাত দিনের সফরে ভারতে যাচ্ছে বাংলাদেশের ১৫ সদস্যের সিনিয়র সাংবাদিক প্রতিনিধি দল।

শনিবার (৬ অক্টোবর) সকালে ভারতের রাজধানী নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে দলটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সফরকালে প্রতিনিধি দলটি ভারত সরকারের নীতি নির্ধারক পর্যায়ের কয়েকটি সাক্ষাতসহ দিল্লি ও হায়দ্রাবাদের বেশ কয়েকটি শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

থাকছে দর্শনীয় ঐতিহাসিক কয়েকটি স্থানে ভ্রমণ।

প্রতিনিধি দলে আছেন জাতীয় প্রেসক্লাসের সেক্রেটারি ফরিদা ইয়াসমীন, দ্যা এশিয়ান এজের রোভিং এডিটর নাদিম কাদির, দেশইনফো.বিডির এডিটর রাশেদ চৌধুরী, একাত্তর টিভির স্পেশাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা, ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়, মাছরাঙা টেলিভিশনের চিফ রিপোর্টার মোহাম্মদ আশরাফুল হক, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ইসরাত জাহান ঊর্মি, দৈনিক যুগান্তরের স্পেশাল করেসপন্ডেন্ট মাসুদ করিম, দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফুল হক, যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো চিফ শিবলী নোমান, দৈনিক কালের কণ্ঠের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মেহেদী হাসান তালুকদার, বাংলাদেশ প্রতিদিনের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট জুলকার নাইন, ডেইলি সানের স্পেশাল করেসপন্ডেন্ট শওকত আলী খান, বাংলানিউজের অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ ও একাত্তর টিভির ক্যামেরা পারসন খন্দকার কায়েস।

ঢাকার ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে (প্রেস অ্যান্ড ইনফরমেশন) রঞ্জন মণ্ডল দলে ভারতের প্রতিনিধিত্ব করছেন।

সাত দিনের সফর শেষে ১২ অক্টোবর ঢাকা ফিরবে এ প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ৭০০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।