ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

গীতিকার জন লেননের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
গীতিকার জন লেননের জন্ম গীতিকার জন লেনন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৯ অক্টোবর ২০১৮, মঙ্গলবার। ২৩ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

দিবস
বিশ্ব ডাক দিবস

ঘটনা
১৭০৮- রাশিয়া-সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত।  
১৮৭৪- ডাক ব্যবস্থা চালু।
১৮৯৯- লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু।
১৯১১- চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু।  
১৯৬২- আফ্রিকান দেশ উগান্ডার স্বাধীনতা অর্জন।

জন্ম
১২৫৩- ফ্রান্সের রাজা দশম চার্লস।
১৮৫২- নোবেলজয়ী জৈবরসায়নবিদ এমিল ফিশার।
১৮৭৯- জার্মান পদার্থবিদ মাক্স ফন লাউয়ে।
১৮৯২- যুগোস্লাভিয়ার নোবেলজয়ী কথাসাহিত্যিক ইভো আন্দ্রিক।
১৯৪০- ব্রিটিশ গীতিকার, গায়ক, সুরকার, চিত্রশিল্পী, লেখক জন লেনন।

লেনন জনপ্রিয় ব্যান্ড দ্য বিটলসের প্রতিষ্ঠাতা। তিনি বিটলস ও অন্যদের জন্য অসংখ্য গান লিখেছেন যা বাণিজ্যিকভাবে বেশ সফল ছিল। ২০০৪ সালে রোলিং স্টোন সর্বকালের শ্রেষ্ঠ পঞ্চাশজন শিল্পীর তালিকায় লেননকে ৩৮তম অবস্থানে স্থান দিয়েছিল এবং তার প্রতিষ্ঠান দ্য বিটলসকে এক নম্বরে রেখেছিল।

১৯৮০ সালের ৮ ডিসেম্বর রেকর্ডিং থেকে ফেরার সময় আততায়ীর হাতে মারা যান লেনন।

মৃত্যু
১৯৪৩- বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমান।
১৯৬৭- মার্কসবাদী, চিকিৎসক ও লেখক চে গুয়েভারা।
১৯৬৭- বিখ্যাত ফরাসি ইতিহাসবিদ ও লেখক আন্দ্রে মউরোইস।
১৯৮১- বাংলাদেশি পরিসংখ্যানবিদ ও বিজ্ঞানী কাজী মোতাহার হোসেন। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে সম্মানিত করে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।