ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রত্নতত্ত্ববিদ রাখালদাসের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
প্রত্নতত্ত্ববিদ রাখালদাসের জন্ম প্রত্নতত্ত্ববিদ রাখালদাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ এপ্রিল ২০১৯, শুক্রবার। ২৯ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১২০৪ - ক্রুসেডবাহিনী কনস্টান্টিনেপল (ইস্তাম্বুল) দখল করে।
১৬৩৩ - গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৬৫৪ - স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়।
১৯৬১ - মানুষ প্রথম মহাশূন্যে বিচরণ করে। সোভিয়েত নভোচারি ইউরি গ্যাগারিন ভস্টক নভোযানে করে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।

জন্ম
১৮৭৫ - বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত।
১৮৮৫ - প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কালিমাটি গ্রামে জন্ম তার। মহেঞ্জোদারো সভ্যতার সুপ্রাচীন ধংসাবশেষ আবিষ্কার তার শ্রেষ্ঠ কীর্তি। বাংলায় পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্য তিনি আবিষ্কার করেন। পাহাড়পুরে খননকার্যের পরিচালক ছিলেন তিনি। মুদ্রাসম্বন্ধীয় বিষয়ে বাংলায় প্রথম গ্রন্থ রচনা তার অন্যতম কৃতিত্ব। তার উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে আরও রয়েছে দুই খণ্ডে বাঙ্গালার ইতিহাস, পাষাণের কথা, শশাঙ্ক ও ধর্মপাল। ১৯৩০ সালের ২৩ মে তিনি মৃত্যুবরণ করেন।

১৯১৭ - মার্কিন গায়ক হেলেন ফরেস্ট।
১৯১৭ - ভারতীয় ক্রিকেটার বিনু মানকড়।

মৃত্যু
১৯৪৫ - মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
১৯৭৫ - বাংলাদেশি অভিনেতা ফতেহ লোহানী।
২০১২ - মার্কিন অভিনেত্রী লিন্ডা কুক।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
টিএ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।