তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
১০ মে ২০১৯, শুক্রবার। ২৭ বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৫০৩- কলম্বাস কেম্যান দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।
১৮৫৭- সিপাহী বিদ্রোহ শুরু হয়।
ভারতে মিরাট শহরে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় সেনাদের এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও বলা হয়। বিদ্রোহের সূচনা হয়েছিলো মঙ্গল পাণ্ডে নামের সৈনিকের হাত ধরে। ধীরে ধীরে তা ছড়িয়ে পরে মিরাট, দিল্লি এবং ভারতের অন্য অংশে। তবে এই বিদ্রোহ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, তা দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। ১৮৫৮ সালের ২০ জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর সমগ্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়।
১৯৩৩- বার্লিনের রাজপথে ফ্যাসিস্ট হিটলারের নাৎসিবাহিনী প্রায় সব বিশ্বখ্যাত লেখকের বই পুড়িয়ে দেয়।
১৯৪০- জার্মানবাহিনী হল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ আক্রমণ করে।
১৯৪১ - ব্যাপক বোমাবর্ষণে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
১৯৭২ - বাংলাদেশ আইএমএফের সদস্যপদ লাভ করে।
জন্ম
১৭৬০- ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি জাতীয় সঙ্গীতের গীতিকার।
১৯০৫- পঙ্কজ মল্লিক, ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী।
১৯৭৪- সিল্ভ্যাঁ উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৯৮- তালাত মাহমুদ, ভারতীয় গজল গায়ক।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ১০, ২০১৯
টিএ