ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৬ জুলাই ২০১৯, শনিবার। ২৩ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ। ০২ জিলক্বদ ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫০৫ -সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
১৮৮৫ -বিখ্যাত ফরাসি চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন।
১৯১৯ -বিশ্বের প্রথম প্লেন (ব্রিটিশ আর-৩৪) আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
১৯৪৭ -সোভিয়েত ইউনিয়ন একে-৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।
১৯৫২ -লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।
১৯৫৩ -রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
ব্রিটিশ আমলে রাজশাহী অঞ্চলের মানুষের শিক্ষা-দীক্ষার উন্নয়নের জন্য ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ৷ সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগসহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণি চালু করা হয়৷ কিন্তু এর কিছুদিন পরেই কার্যক্রম বন্ধ হয়ে যায়৷ কিন্তু তখনই রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। ১৯৫৩ সালের মার্চ ৩১ প্রাদেশিক আইনসভায় পাস হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন। নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে সঙ্গে নিয়ে মাদারবখশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে। এ দু’জনকে যুগ্ম সম্পাদক করে মোট ৬৪ সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়৷ একই বছর ৬ জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে ১৬১ জন ছাত্র-ছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

১৯৬৭ -নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।
১৯৭৯ -মিশরে নীল নদের তীরে বিনানুলমূলক নামের গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।
১৯৯১ -জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পরপর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।

জন্ম
১২৬৫ -ইতালির বিশ্বখ্যাত কবি দান্তে আলিঘিইরি ফ্লোরেন্স শহরে জন্ম গ্রহণ করেন।
১৭৮১ -সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফলস।
১৮৬৬  -বাংলা বিশ্বকোষ-এর প্রথম সংকলক প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু।
১৯০১ -শিক্ষাবিদ ও ভারতের স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

মৃত্যু
১৫৩৫ -ইংরেজ মানবতাবাদী নেতা, লেখক টমাস ঘোরের মৃত্যুদণ্ড।
১৮৫৪ -জর্জ সায়মন ও’ম, জার্মান পদার্থবিদ।
১৮৯৩ -বিশ্বখ্যাত ফরাসি ছোটগল্পকার গি দ্য মোপাসাঁ।
১৯৬২ -নোবেল বিজয়ী আমেরিকান লেখক উইলিয়াম ফকনার।
১৯৭৬ -চীনের কমিউনিস্ট সামরিক নেতা জুদ।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এমএমইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।