তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার। ০৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ। ২০ মহররম ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৬২০- তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
১৮৫৪- অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৮৫৭- সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।
১৮৭০- ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।
১৯৬৪- আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
১৮৬৭- হাঙ্গেরিকে অস্ট্রিয়ার সঙ্গে একীভূত করে বৃহৎ অস্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।
১৯৭০- সোভিয়েত রকেট লুনা-১৬ চাঁদের বুকে অবতরণ করে।
১৯৯২- আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
২০০৫- যুক্তরাষ্ট্র ও কিউবায় হারিকেন রিটার তাণ্ডব।
জন্ম
১৪৮৬- ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার।
১৮৩৩- নোবেলজয়ী ইতালির মানব-হিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা।
১৯৪৩- নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি সানি আবাচা।
মৃত্যু
১৮৬৩- জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম।
১৯৯৬- হাঙ্গেরিয়ান গণিতবিদ পল এর্ডশ।
১৯৮৬- ছন্দবিশারদ, ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।
কুমিল্লার মনিয়ন্দ গ্রামে ১৮৯৭ সালের ২৭ এপ্রিল জন্ম। ১৯২২ সালে কলেজে পড়ার সময়ে তিনি ‘বাংলা ছন্দ’ শীর্ষক একটি দীর্ঘ প্রবন্ধ লেখেন, যা সত্যেন্দ্রনাথ দত্ত’র প্রশংসা ও সম্মতি লাভ করে ধারাবাহিকভাবে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। ছন্দবিষয়ক এ প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসা করেন এবং ‘ছান্দসিক’ বলে অভিহিত করেন। বাংলা ছন্দ বিষয়ক তার গ্রন্থগুলির মধ্যে বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান (১৯৩১), ছন্দগুরু রবীন্দ্রনাথ (১৯৪৫), ছন্দ পরিক্রমা (১৯৬৫), ছন্দ-জিজ্ঞাসা (১৯৭৩), বাংলা ছন্দচিন্তার ক্রমবিকাশ (১৯৭৮), ছন্দ সোপান (১৯৮০), আধুনিক বাংলা ছন্দ-সাহিত্য (১৯৮০), বাংলা ছন্দে রূপকার রবীন্দ্রনাথ (১৯৮১), নূতন ছন্দ পরিক্রমা (১৯৮৫) প্রধান। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য প্রবোধচন্দ্র সেন বিভিন্ন সময়ে অনেকগুলি পুরস্কার লাভ করেন। তার মৃত্যু শান্তিনিকেতনে।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
টিএ