তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২৬ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার। ১১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ। ২৬ মহররম ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৭৭৭- ব্রিটিশবাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।
১৯০৭- নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫০- ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।
১৯৫৯- জাপানের হনসুতে দু’দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬০- ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।
১৯৭৩- কনকর্ড প্লেন রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।
জন্ম
১৭৭৪- যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ জনি অ্যাপলসিড।
১৮২০- উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কলকাতার পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য ১৯ বছর বয়সেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তা যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।
১৯২৩- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ।
১৯৩২- ভারতীয় রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
১৯৪৩- অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।
১৯৮১- মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।
মৃত্যু
১৯৮৯- খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়।
১৯৯০- ইতালির খ্যাতনামা উপন্যাসিক আলবার্টো মোরাভিয়া।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
টিএ