তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
০৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার। ১৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ। ০৩ সফর ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৭৯১- ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়ামের যাত্রা।
১৮৬৬- ভিয়েনায় অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষর।
১৯৩২- ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৫- বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন (ডব্লিউএফটিইউ) প্রতিষ্ঠা।
১৯৫২- ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭৮- বিশ্বে দ্বিতীয় ও ভারতে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
১৯৮৮- সিউল অলিম্পিক শুরু।
১৯৯০- পূর্ব ও পশ্চিম জার্মানি (দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বিভক্ত হওয়া) একীভূত হয়। সংযুক্ত জার্মানির চ্যান্সেলর হন হেলমুট কোহল।
জন্ম
১৮৯৫- রুশ কবি সের্গেই ইয়েসেনিন।
১৮৯৭- ফরাসি কবি লুই আরাগন।
১৯০৪- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন।
মৃত্যু
২০০১- সংগীতসাধক বারীণ মজুমদার।
১৯২১ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) পাবনা জেলার রাধানগরে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নিশেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন সংগীতশিল্পী ও নাট্যকার এবং মাতা মণিমালা মজুমদার সেতার বাজাতেন। তিনি আগ্রা ও রঙ্গিলা ঘরানার যোগ্য উত্তরসাধক। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৩ সালে একুশে পদক এবং ২০০২ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
টিএ