ক্যারোলাইনা ওয়াটারফল উদ্ধারকারী গ্রুপের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবার একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ভবনে ঢোকার চেষ্টা করে তিনশ’র বেশি ‘চিমনিসুইফটস’ প্রজাতির একটি অতিথি পাখির ঝাঁক।
সিএনএন জানায়, আহত পাখিগুলোর কোনোটার ডানা ভেঙে গেছে। কোনোটা আবার চোখে গুরুতর আঘাত পেয়েছে। পাখিগুলো আকারে এতোই ছোট যে এগুলোকে হাতে তুলে খাওয়ানোও যাচ্ছে না। অথচ বাঁচাতে হলে এগুলোকে দরকারি খাবার খাওয়াতেই হবে।
উদ্ধারকারীদের একজন বলেন, পাখিগুলোকে নিজ পরিবেশে ফেরত পাঠানোই এখন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবছর খাবারের লোভে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে উড়ে যায় নানা প্রজাতির অতিথি পাখি। এ পাখিগুলোও সেই দলেরই। এদের প্রধান খাদ্য মশা বা মাছির মতো ছোট কীটপতঙ্গ। ভবনের চিমনিতে বসবাস করে বলে এদের চিমনি সুইফটস বলে ডাকা হয়।
সম্প্রতি পাখি বিষয়ক মার্কিন গবেষণা সংস্থা ‘কর্নেল ল্যাব অব অরনিথোলজির’ এক প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর শিকাগো আর হাউস্টনের মতো শহরগুলোতে সুউচ্চ ভবনে বাড়ি খেয়ে প্রায় ৬ হাজার পাখির নির্মম মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
কেএসডি/এইচজে