ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

শেষ হলো অন্তর কথা’র জলরং কর্মশালা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
শেষ হলো অন্তর কথা’র জলরং কর্মশালা ছবি: বাংলানিউজ

ঢাকা: অন্তর কথা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে দুইদিনের জলরং কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করে।

জলরংয়ের বেসিক, থিওরীক্যাল ও প্রাকটিক্যাল বিয়য়গুলো এই কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৪ জন প্রতিযোগিকে সেরা অংশগ্রহনকারী হিসেবে ঘোষণা করা হয়। একইসাথে কর্মশালায় অংশ নেয়া সকলকে সনদপত্র বিতরণ করে আয়োজক সংগঠন অন্তর কথা সংস্কৃতি চর্চা কেন্দ্র।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এইচএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।