ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

০৮ এপ্রিল ২০২০, বুধবার। ২৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিন-সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫১৩- জুয়ান দ্য লেওন ফ্লোরিডা আবিষ্কার করেন।
১৭৫৯- ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
১৮৬৬- অস্ট্রিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে ইতালি ও প্রুশিয়া।
১৯০২- কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯১৩- চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।
১৯৫০- ভারত ও পাকিস্তানের মধ্যে ‘লিয়াকত-নেহরু’ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯- পৃথিবী থেকে পাঠানো রাডার সিগন্যাল সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসে।
১৯৭২- বাংলাদেশ সরকার প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করে।
২০০২- ১৯৭২ সালের পর আবার ঢাকায় ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক’ অনুষ্ঠিত হয়।

জন্ম
১৬০৫- স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
১৯৩৮- ঘানার কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান।

মৃত্যু
১৭৫৭- বাংলার নবাব আলীবর্দী খাঁ।
১৮৩৫- জার্মান ভাষাবিজ্ঞানী ভিলহেল্ম ফন হুম্বোল্ট।
১৮৫৭- সিপাহী বিদ্রোহের অগ্রণী সৈনিক মঙ্গল পাণ্ডে।
১৮৯৪- বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮৩৮ সালের ২৬ জুন উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে তার জন্ম। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। জীবিকাসূত্রে তিনি ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক। ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন তিনি।

১৯৫০- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী হেমচন্দ্র কানুনগো।
১৯৭১- বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফ।
১৯৭৩- স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসো।
১৯৭৬- খ্যাতনামা বাংলাদেশি ফুটবলার গোষ্ঠ পাল।
১৯৯৪- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় ব্যক্তিত্ব এমএম মোহাইমিন।
১৯৯৬- বিখ্যাত ব্রিটিশ ক্রিকেটার মরিস অলম।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
টিএ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।