ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ জুন ২০২০, মঙ্গলবার। ১৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

৬৫৬- ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর খেলাফত লাভ।

১৭৭২- রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু।

১৭৫৭- বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ৩০ হাজার সৈন্য নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।

১৮৫৫- ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত।

১৮৫৫ সালের ৩০ জুন। ভারতের দামিন-ই-কোহ্ এলাকা। সেখানে ১০ হাজার সাঁওতাল কৃষকের বিরাট জমায়েত। তাদের দাবি, ‘জমি চাই, মুক্তি চাই’। যা থেকে শুরু হয় বিদ্রোহ। এ বিদ্রোহ হয়ে উঠেছিল সব সম্প্রদায়ের গরিব জনসাধারণের মুক্তিযুদ্ধ। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তাদের এ দেশীয় দালাল সামন্ত-জমিদার, সুদখোর ও তাদের লাঠিয়াল বাহিনী, দারোগা-পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতাল নেতা সিধু, কানু, চাঁদ ও ভৈরব- এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ান সাঁওতালেরা।

১৮৯৪- লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।

১৮৯৪- কোরিয়া চীন থেকে স্বাধীনতা পায়।

১৯৩৪- জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।

১৯১৬- জাপান-রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪১- নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৫৭- আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান মাওলানা ভাসানী দলের সভাপতি থেকে পদত্যাগ করেন।

১৯৬০- কঙ্গো বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

 

জন্ম

১৯৩৯- মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক হোসে এমিলিও পাচেকো।

১৯৪৩- লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী আহমদ ছফা।

 

মৃত্যু

১৮৩৯- তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ খাঁ।

১৮৫১- কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং।

১৭১৭- নবাব মুর্শিদ কুলি খান।

১৯৫৭- লোককথা সংগ্রাহক ও লেখক দক্ষিণারঞ্জন মিত্র।

১৯৫৯- খ্যাতনামা নাট্যকার ও অভিনেতা শিশিরকুমার ভাদুড়ী।

১৯৬১- আমেরিকার বিজ্ঞানী নি ডি ফরেস্ট।

১৯৬২- বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী প্রমীলা নজরুল।

২০১৪- কবি আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।