ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

ঢাকায় ভ্লাদিমির মায়াকোভস্কির ১২৭তম জন্মবার্ষিকী পালন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
ঢাকায় ভ্লাদিমির মায়াকোভস্কির ১২৭তম জন্মবার্ষিকী পালন

ঢাকা: রাশিয়ার অন্যতম কবি ভ্লাদিমির মায়াকোভস্কির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন সাহিত্য আড্ডা ও অনুষ্ঠানের মাধ্যমে তা পালন করেছে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র (আরসিএসসি)।

সোমবার (২০ জুলাই) আরসিএসসি এই আয়োজন করে।

এতে আরসিএসসি'র রুশ ভাষা কোর্সের শিক্ষার্থী এবং রুশ কবিতাপ্রিয় বাঙালিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজনে ভ্লাদিমির মায়াকোভস্কির জীবন ও কর্ম সম্পর্কে বিশদ আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও অনুবাদক জাহীদ রেজা নূর। এসময় ভ্লাদিমির মায়াকোভস্কিকে নিয়ে তিনি একটি ভিডিওচিত্রও প্রদর্শন করেন।

আয়োজনে অংশগ্রহণকারী অন্যান্যরা নির্বাচিত কবিতা পাঠ করেন এবং সমসাময়িক সাহিত্যে রাশিয়ান কবির প্রভাব সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে কবির নানা বয়সের এবং বৈচিত্র্যময় জীবনের ছবির প্রদর্শনও করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এইচএমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।