ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফিচার

বীজতলা পরিচর্যায় ব্যস্ত চাষি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
বীজতলা পরিচর্যায় ব্যস্ত চাষি ছবি: কাওছার উল্লাহ আরিফ

ঢাকা: রবি মৌসুমের শীতকালীন আগাম সবজিচাষ শুরু করেছেন বগুড়ার চাষিরা। তাই তো নার্সারিগুলোতে বীজতলা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।

 .সোমবার (১৬ আগস্ট) বগুড়ার বিভিন্ন গ্রাম ঘুরে চাষিদের কর্মব্যস্ততার ছবিগুলো তুলেছেন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কাওছার উল্লাহ আরিফ। .বাঁশের তৈরি বেতিগুলো রিংয়ের মতো বসিয়ে ওপর পলিথিন দিয়ে পুরো বীজতলা মুড়িয়ে দেওয়া হয়েছে। .কাকডাকা ভোরে কাঁচি ও কোদালসহ সরঞ্জামাদি নিয়ে নেমে পড়েছেন বীজতলা পরিচর্যায়।  .কেউ কেউ প্রস্তুত করা জমিতে রোপণ করছেন বীজ। .বীজ গজিয়ে ওঠার পর চাষিরা সেই পলিথিনগুলো সরিয়ে দিয়েছেন।  নার্সারি আকারে নানা জাতের সবজি বীজতলা তৈরি করেছেন।  .আর বীজতলার এসব চারা দিয়ে ২০-২২ গুণ জমি চাষ করা সম্ভব বলেও জানান বগুড়া কৃষিবিদ ফরিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।