ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সৈয়দ মুজতবা আলীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
সৈয়দ মুজতবা আলীর জন্ম সৈয়দ মুজতবা আলী

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৩ সেপ্টেম্বর ২০২০, রোববার। ২৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫০১- মাইকেল অ্যাঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।
১৭৮০- বহুতল ভবনে ওঠানামা জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফট আবিষ্কৃত হয়।
১৭৮৮- নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হয়।
১৮৯৮- প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রী ধর্মঘট করে।
১৯২৯- ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।
১৯৪০- বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪৩- জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
১৯৪৮- ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনী প্রবেশের অনুমতি দেন।
২০০১- পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথগ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেন্ট।

জন্ম
১৮৮৬- নোবেলজয়ী ব্রিটিশ রসায়নবিদ রবার্ট রবিনসন।
১৯০৪- আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক সৈয়দ মুজতবা আলী।

ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা। ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একইসঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট। ১৯৬১ সালে তাকে আনন্দ পুরস্কার দেওয়া হয়। ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সাহিত্যে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার ২০০৫ সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।

১৯৬৯- অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন।
১৯৭৩- ইতালিয়ান ফুটবলার ফাভিয়ো কানাভারো।
১৯৮৯- জার্মান ফুটবল খেলোয়াড় টমাস মুলার।

মৃত্যু
১৫৯৮- স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।
১৮৭২- জার্মানির একজন বস্তুবাদী দার্শনিক লুডউইগ ফয়েরবাক।
১৯১০- বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার রজনীকান্ত সেন।
২০১৩- বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
টিএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।