ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার, ২১ ফেব্রুয়ারি ২০২১, ৮ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ৮ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৮৪৮: কার্ল মার্ক্স কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন।

১৯০১: কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।

১৯৪৬: সালে মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।

১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮): ঢাকায় বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিতে শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।

২০০০: সালে বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।

জন্ম

১৮১৫: ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া

১৮৯১: নির্মলেন্দু লাহিড়ী, বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা

১৯২৭: অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী

১৯৩০: গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার

১৯৪৭: মাসুদ পারভেজ সোহেল রানা, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক

১৯৬১: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন-বাঙালি অর্থনীতিবিদ

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ১৯৬১ সালে ২১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও অধ্যাপক এবং তার মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতা এর অর্থনীতি বিভাগের অধ্যাপক।

অভিজিৎ বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধীনে ফোর্ড ফাউন্ডেশন এর অর্থনীতি বিভাগের একজন আন্তর্জাতিক অধ্যাপক। তার কাজের মূল লক্ষ্য হলো অর্থনীতিতে উন্নয়ন।

তিনি আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাবের সহপ্রতিষ্ঠাতা এবং কনসোর্টিয়াম অন ফিন্যান্সিয়াল সিস্টেমস অ্যান্ড পোভার্টির একজন সদস্য। এছাড়াও, ব্যানার্জি অর্থনীতি বিশ্লেষণ ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের সাবেক প্রেসিডেন্ট এবং সেন্টার ফর ইকোনমিক পলিসি রিসার্চ, কিয়েল ইনস্টিটিউট, আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্স ও ইকোনমিক সোসাইটির সম্মানিত ফেলো। এছাড়াও, তিনি পুওর ইকোনমিকস এর একজন সহকারী লেখকও।

‘বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণ’ বিষয়ে কাজের জন্য অভিজিৎ ও তার স্ত্রী এস্থার দুফলো এবং মাইকেল ক্রেমার যৌথভাবে ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় বাঙালি এবং নোবেলজয়ী চতুর্থ বাঙালি। এছাড়াও অভিজিৎ-এস্থার দম্পতি হলেন নোবেলজয়ী পঞ্চম দম্পতি।

মৃত্যু

১৬৭৭: বারুক স্পিনোজা, ওলন্দাজ দার্শনিক

১৯৫২: আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, ভাষা আন্দোলনের শহীদ

১৯৬৫: মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৬৮: হাওয়ার্ড ফ্লোরি, নোবেলবিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী

১৯৯৩: অখিল নিয়োগী, স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি

২০১২: শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।