ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

এক নজরে বাহারি পিটুনিয়া ফুল

রাজীন চৌধুরী, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এক নজরে বাহারি পিটুনিয়া ফুল

ঢাকা: পিটুনিয়া ফুল মূলত গ্রীষ্ম ও বর্ষাকালের ফুল। তবে, অনেক অঞ্চলে এই ফুল শীতকালেও ফোটে।

এই ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা।
পিটুনিয়া ফুল বিভিন্ন রংয়ের থাকে। শীতের মাঝামাঝি সময়ে পিটুনিয়ার কলি বের হয়, বসন্তে ফুল ফোটে ও তা গরমে ঝড়ে যায়। তিন মাসের মত বেঁচে থাকে এই ফুলগুলো। এই ফুলে সুন্দর সুগন্ধি ছড়িয়ে থাকে।  
পিটুনিয়া ফুলের মোটা ক্যাটিকল গাছের মিষ্টি গন্ধ নিয়ন্ত্রণ করে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই ফুলের পাপড়িগুলো যতই ঘন ঘন হবে, ততই উদ্ভিদকে আরও সুগন্ধযুক্ত করে তুলে।
পরাগবাহীদের প্রলুব্ধ করতে অনেক ফুল মিষ্টি সুগন্ধ নির্গত করে। এই সুগন্ধযুক্ত অণুগুলো অবশ্য ফুলের কোষগুলোয় সংগ্রহ করা শুরু করলে ক্ষতির কারণ হতে পারে।  

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।