ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফিচার

রাজধানীতে চলছে থাই মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৫, সেপ্টেম্বর ১৬, ২০১০
রাজধানীতে চলছে থাই মেলা

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে থাই মেলা ২০১০। রাজধানীর বারিধারার রাজকীয় থাই দূতাবাসে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে থাই দূতাবাস।

এটি চলবে ১৮ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। মেলার প্রদর্শনী চলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সাধারণের জন্য উন্মুক্ত এ মেলায় ছয়টি বিশেষ জোনের মাধ্যমে থাইল্যান্ডকে বাংলাদেশি দর্শনার্থীর সামনে উপস্থাপন করা হয়।   এই জোনের মধ্যে আছে ভ্রমণ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কেনা-কাটা এবং বিনোদন।

মেলায় দর্শনাথীদের জন্য বিশেষ বিশেষ অফার রয়েছে। এর মধ্যে আছে স্পট ভ্রমণ এবং চিকিৎসা ভিসা, রিটার্ন টিকিটসহ ব্যাংকক ভ্রমণ, সুলভ মূল্যে থাই পণ্য কেনাকাটা বিক্রয়। এছাড়া প্রতিদিনই রয়েছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৪০, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।