ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ঢাবির হলে ফিরল প্রাণ

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ঢাবির হলে ফিরল প্রাণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শিক্ষকরা

ঢাকা: মহামারি করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ ছিল দেশের সব বিশ্ববিদ্যালসহ আবাসিক হলগুলো। এ বন্ধে সুনশান নীরবতা বিরাজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে।

ছিল না ছাত্র-ছাত্রীদের পদচারণা,  ছিল না কোন হৈ-হুল্লোড়।

বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় মঙ্গলবার (৫ অক্টোবর) খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ছাত্রাবাস ও ছাত্রী নিবাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, সূর্য সেন হল, রোকেয়া হল ঘুরে দেখা যায়, ভোর হতেই দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-ছাত্রীরা তাদের হলে আসতে শুরু করেছে। হলের প্রবেশ পথে  রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। হলে প্রবেশের পর প্রতিটি ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রার খাতায় তাদের নাম লিপিবদ্ধ  করছেন এবং শিক্ষকরা তাদের  ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন।

ভোর হতেই দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র ছাত্রীরা তাদের হলে আসতে শুরু করে।

হলের প্রবেশ পথে  রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।

হলে প্রবেশের পর ছাত্ররা রেজিস্ট্রার খাতায় তাদের নাম লিপিবদ্ধ  করছেন।

হলের সিনিয়ররা ছোট ভাইদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন।

দীর্ঘ বন্ধের পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় আড্ডায় মেতে ওঠে শিক্ষার্থীরা। তাদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল যেন প্রাণ ফিরে পেল।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।