ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

‘স্কুল জীবনের বন্ধুত্বকেই আঁকড়ে রাখবো আজীবন’

ডিএইচ বাদল, সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
‘স্কুল জীবনের বন্ধুত্বকেই আঁকড়ে রাখবো আজীবন’

ঢাকা: ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

 গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে ফলাফল ঘোষণা হওয়ার আগে সবার চোখ ছিলো মোবাইলের স্ক্রিনে। শিক্ষার্থীদের হৃদয় ছিল স্তব্ধ।

অপেক্ষার প্রহর শেষে হঠাৎ করেই শিক্ষার্থীদের আনন্দ উল্লাস। মা-বাবার চোখে আনন্দের ঝিলিক।

পাস করা শিক্ষার্থীরা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছে। ঢাকঢোল বাজনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নৃত্যে মুখরিত স্কুলের প্রাঙ্গণ।

অভিভাবকরা ও একে অপরকে খুশিতে জড়িয়ে ধরছেন। বিজয়ের চিহ্ন দেখিয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা।

মোবাইলে সেলফি তুলে বন্ধুদের ফ্রেমবন্দী করে রাখছে কেউ কেউ।

সেলফি তোলা শেষে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী তাসনুম ইসলাম বলেন, স্কুল জীবনের বন্ধুত্ব হল খাঁটি বন্ধুত্ব। এ বাঁধনকে আকড়ে ধরে রাখবো আজীবন। আজকের পর থেকে হয়তো আমরা একেকজন ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হবো। যে যেখানে থাকি না কেন স্মৃতি ধরে রাখতেই ছবি তুলে রাখলাম আমরা।

জিপিএ-৫ পাওয়া মুসফিকার মা বলেন, মেয়ের ভালো ফলাফলে আমি খুবই আনন্দিত। এই ভাষা প্রকাশ করার মতো না। সন্তানদের পরীক্ষার পর সব বাবা-মারই দুশ্চিন্তায় সময় কাটে। পাস করলেই বাবা-মার কষ্ট সার্থক হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।