ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছবিতে সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি-ভোগান্তি

জি এম মুজিবুর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ছবিতে সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি-ভোগান্তি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় পথচারীদের ছুটাছুটি। ছবি: জি এম মুজিবুর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সোমবার (২৪ অক্টোবর) ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।

বৃষ্টিতে যানবাহন সংকটের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ, পথচারী ও অফিসগামীরা। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।



বৃষ্টির মধ্যে পেটের দায়ে রিকশাচালক যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থর থর করে কাঁপছেন।

সকাল থেকে বৃষ্টির কারণে মুরগির বাজারে বেচাকেনা নেই বললেই চলে, ক্রেতাও কম।
 



দমকা হাওয়া ও বৃষ্টির মাঝে সন্তানকে নিয়ে স্কুল থেকে ফিরছেন এক মা।


রিকশা বা গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটেই বৃষ্টির মধ্যে কর্মস্থলে ছাতা মাথায় ছুটছেন নারী-পুরুষ।
 



বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই বাসটি।



বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে মিরপুর-টু-গাবতলী এলাকার রাস্তা একেবারে ফাঁকা।



প্রতিদিনের মতো ক্রেতার সমাগম নেই রাজধানীর খাবারের হোটেল, সবজির ও চায়ের দোকানে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
জিএমএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।