ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিনল্যান্ড

ফিনল্যান্ডে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রবাসীর চিঠি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
ফিনল্যান্ডে বিএনপির প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেলসিংকি (ফিনল্যান্ড): রাজধানীর বকশীবাজারে ছাত্রদলের  ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ফিনল্যান্ড বিএনপি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল পাঁচটায় এসপোস্থ স্পাইস গার্ডেনে ফিনল্যান্ড বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবুল হাসেম চৌধুরী।

সমাবেশে অন্যদের মধ্যে ফিনল্যান্ড বিএনপির সহ সভাপতি বদরুম মনির ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, আবদুল্লাহ আল মাসুদ, নিজাম আহমেদ, আজাদ আবুল কালাম ও তাজুল ইসলাম।
এ সময় ফিনল্যান্ড বিএনপির সহ সভাপতি এজাজুল হক রুবেল, আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, আনোয়ার হোসেন,  যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, ইব্রাহিম খলিল, আশরাফ উদ্দিন, মঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, তানভীর আহমেদ, ফাহমিদ-উস-সালেহীন, মোহাম্মদ হাসিব উদ্দিন, নাজমুল হাসান, খালেদুল ইসলাম, মো. সহিদুল, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ, আজমাইন রহমান, সবুজ খান, নজরুল ইসলাম, আরিফ আহমেদ, মো. জুয়েল, সাজিদ খান জনি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হেলসিংকির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। –বিজ্ঞপ্তি।


বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ