ফ্রান্সের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। দুই ম্যাচেই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।
২০২২ বিশ্বকাপের গ্রুপ 'ডি'-এর ম্যাচে আজ তিউনিসিয়ার মুখোমুখি হয়েছে ফ্রান্স। এডুকেশন সিটি স্টেডিয়ামে এই ম্যাচের আগে প্রকাশিত এক ছবিতে দলের অনুশীলনে এমবাপ্পের গোড়ালিতে ব্যান্ডেজ দেখা যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গোড়ালিতে চোট পেয়েছেন তিনি এবং তাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না ফ্রান্স। নকআউট পর্বে এমবাপ্পেকে পুরোপুরি ফিট অবস্থায় পেতে চায় তারা।
প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোয় পা রেখেছে ফরাসিরা। ফলে এই ম্যাচে এমবাপ্পের না খেলাটা অস্বাভাবিক নয়। কিন্তু পিএসজির জার্সিতে মৌসুমের শেষদিকে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তবে এবারের বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচে খেলতে কোনো সমস্যা হয়নি তার। প্রথম দুই ম্যাচেই তিন গোল করে ফেলেছেন তিনি।
এদিকে এমবাপ্পে ছাড়াও তিউনিসিয়ার বিপক্ষে হুগো লরিস, অলিভিয়ে জিরুদ এবং আতোয়াঁ গ্রিজমানকেও শুরুর একাদশে রাখেননি দেশম। ডেনমার্ককে হারানো দলটির মাত্র দুইজন আজকের একাদশে জায়গা পেয়েছেন। এর মধ্যে রাফায়েল ভারানে একজন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এমএইচএম