ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারও হাসপাতালে পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
আবারও হাসপাতালে পেলে

চলছে বিশ্বকাপের উন্মাদনা। ইতোমধ্যেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পেলের দেশ ব্রাজিল।

তবে এই আনন্দ উৎসবের মাঝেই এলো দুঃসংবাদ। অসুস্থ হয়ে ব্রাজিলের হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কালো মানিক খ্যাত পেলে। পেলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।

ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মঙ্গলবার শারীরিক ভাবে অসুস্থ অনুভব করলে পেলেকে হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী মার্সিয়া আওকি এবং একজন সহযোগী। নিয়মিতই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন পেলে। তবে হঠাৎ করেই তার শরীর ফুলে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পেলেকে। চিকিৎসকরা ধারণা করছেন পেলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে ৮২ বছর বয়েসি পেলেকে প্রায়ই বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে পেলেকে। ২০২১ সালে পেলে কোলন টিউমারের অপারেশন করা হয়েছিল। এরপর থেকেই তার কেমোথেরাপি চলছে।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।