ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ম্যাচটি খেলতে নেমে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি।

আরও এক মাইলফলক হাতছানি দিচ্ছে তাকে।

আজ স্টেডিয়াম ৯৭৪-এ ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচটি আবার পেশাদার ফুটবলজীবনের ৯৯৯তম ম্যাচ মেসির। পাশাপাশি বিশ্বকাপে ২২তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি। টপকে গেছেন দিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এখন মেসির দখলে।  

চলতি বিশ্বকাপে দুই ম্যাচে দুই গোল করেছেন মেসি। পোল্যান্ডের বিপক্ষে যদি গোল করেন, তা হলেও মেসি টপকাবেন ম্যারাডোনাকে। বিশ্বকাপে ৯টি গোল হবে তার। সামনে থাকবেন শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১০)। এর আগে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই তিনি ছুঁয়েছিলেন স্বদেশী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। দেশটির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে এখন ম্যারাডোনার পাশে বসেছিলেন পিএসজির এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।