২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। সকারু কোচ জোর দিয়ে বললেন, লিওনেল মেসিদের হারাবে তার দল।
আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এর আগে নিজ দেশের 'চ্যানেল টেন'-এর অনুষ্ঠান 'দ্য প্রোজেক্ট'-এ দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনাকে হারানোর প্রত্যয় ব্যক্ত করলেন দলটির কোচ। অনুষ্ঠানের সঞ্চালক পিটার হেলিয়ার আর্নল্ডকে বলেন, 'আমাদের বলুন যে, কিংবদন্তি লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে হারাবে অস্ট্রেলিয়া। '
জবাবে সকারুদের কোচ বলেন, 'আমরা জিতবো কিনা? অবশ্যই। আমি গত টোকিও অলিম্পিকে (অস্ট্রেলিয়া) দলের কোচ ছিলাম। সেখানে আমরা আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিলাম। এটা হলুদ জার্সি বনাম নীল-সাদা জার্সির লড়াই এবং এটা ১১ বনাম ১১। '
ওই ভিডিওটি আবার আর্জেন্টিনায় প্রচার করে ইএসপিএন এবং বেশকিছু জাতীয় সংবাদমাধ্যম। আর্জেন্টিনায় আর্নল্ডের বক্তব্য রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। দেশটির সমর্থকরাও সামাজিক যোগাযোগের মাধ্যমে সকারুদের পরিসংখ্যান আর শক্তিমত্তার পার্থক্যের দিকে নজর দিতে বলছেন।
আর্নল্ডের আরেকটি মন্তব্যও আর্জেন্টিনার সমর্থকদের বুকে কাঁটার মতো বিঁধছে। কারণ বাকি সব ম্যাচ জিতে ফাইনালে পৌঁছালে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে চান বলে জানিয়েছেন তিনি, 'আমরা বিশ্বসেরাদের বিপক্ষে খেলতে চাই...। আমরা বিশ্বের সেরা ৩২ দলের একটি এবং এখন আমরা সেরা ষোলোতে। আমরা সেরা দলের বিপক্ষে খেলে সর্বোচ্চ পর্যায়ে পরীক্ষা করে দেখতে চাই এবং আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমরা কে। '
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এমএইচএম
.@Socceroos coach Graham Arnold has done the unthinkable and taken the side to the last 16 of the FIFA World Cup. Graham joins us and tells us about the big treat the players will be allowed following the big win.#TheProjectTV pic.twitter.com/sbvTrKSSjw
— The Project (@theprojecttv) December 1, 2022