ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়া গোলটি নকআউটে মেসির প্রথম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়া গোলটি নকআউটে মেসির প্রথম

শুরু থেকেই বল ধরে রাখছিল আর্জেন্টিনা। কিন্তু আক্রমণে খুঁজে পাচ্ছিলো না দিশা।

এরপর হঠাৎ করেই তাদের এগিয়ে দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের নক আউটে তিনি পেলেন প্রথম গোলের দেখা।

শনিবার রাতে আহমেদ আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখলেও বলার মতো আক্রমণ করতে পারছিল না আলবিসেলেস্তেরা।  

৩৫ মিনিটে গোলমুখে প্রথম শট নিতে পারে আর্জেন্টিনা। সেটিতেই গোল আদায় করেন মেসি। ওতামেন্দির কাছ থেকে পাওয়া বলে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডারকে ফাঁকি তিনি।  

এই গোলের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন স্বদেশি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। ২৩ ম্যাচে মেসির গোল এখন নয়টি। আর ২১ ম্যাচে ম্যারাডোনা করেছিলেন আট গোল।  

বাংলাদেশ সময় : ০১৫০ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।