ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শ্বশুরবাড়ি মরক্কোর বিপক্ষে খেলবেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
শ্বশুরবাড়ি মরক্কোর বিপক্ষে খেলবেন দেম্বেলে

কাতার বিশ্বকাপ রং ছড়াচ্ছে প্রতিটি ধাপেই। ঘটন-অঘটনের বিশ্বকাপে নানা ইতিহাসের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব।

লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে গোল দিয়েছেন। এমন নানান ঘটনা দেখেছে এবারের বিশ্বকাপ। এবার শ্বশুরবাড়ির দেশের বিপক্ষে লড়াই করতে দেখে যাবে ফ্রান্সের ফুটবলার উসমান দেম্বেলেকে।

এবারের বিশ্বকাপে ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ম্যাচেই মাঠে নেমেছেন দেম্বেলে। এবার মাঠের পাশাপাশি তাকে মাঠের বাইরেও অনেক কিছু সামাল দিতে হবে।
বিশ্বকাপের সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে আফ্রিকার দেশ মরক্কোর। আর এখানেই বেঁধেছে বিপত্তি। কেননা দেম্বেলের শ্বশুরবাড়ি যে এই দেশটাতেই।

দেম্বেলের স্ত্রীর নাম রিমা এদবুশে। মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দৌর আঘবালৌর নামের স্থানে জন্মগ্রহণ করেন তিনি। মরক্কোতে জন্মালেও পড়াশুনা তিনি করেছেন ফ্রান্স থেকেই। দীর্ঘদিন ধরে তারা প্রেম করেছেন। যদিও এটি গোপন রেখেছিলেন তারা। অবশেষে ২০২১ সালে মরক্কোর রীতি অনুযায়ী বিয়ে করেন এই দম্পত্তি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাদের কোলজুড়ে আসে এক কন্যাসন্তানও।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।