ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মাঠে নামলেই নয়্যারকে স্পর্শ করবেন লরিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
মাঠে নামলেই নয়্যারকে স্পর্শ করবেন লরিস

দলের অধিনায়ক তিনি, সেরা গোলকিপারও।  স্বাভাবিকভাবেই মরক্কোর বিপক্ষে একাদশে জায়গা করে নিয়েছেন হুগো লরিস।

এখন কেবল মাঠে নামার অপেক্ষা। শেষ মিনিটে কোনো ব্যাঘাত না ঘটলে আজ অনন্য এক কীর্তিতে নাম লেখাবেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ১৯ টি ম্যাচ খেলেছেন জার্মানির ম্যানুয়েল নয়্যার। আজ মাঠে নামলেই তাকে স্পর্শ করবেন লরিস। এর আগে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ১৮ টি ম্যাচ খেলছেন তিনি। ফাইনাল খেলার সুযোগ পেলে নয়্যারকে ছাড়িয়ে যাবেন এই গোলকিপার।

লরিস ছাড়াও বিশ্বকাপে ১৮ টি ম্যাচ খেলেছেন জার্মানির ইয়োসেফ মায়ের ও ব্রাজিলার ক্লদিও তাফারেল।  ২০০৮ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয়েছে লরিসের। এনিয়ে চারটি বিশ্বকাপ খেলছেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এবারও লরিসের কাধেই শিরোপা ধরে রাখার দায়িত্ব।

বাংলাদেশ সময় : ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।