ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মরক্কোর ওনাহিকে কিনতে চায় ইউরোপের ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
মরক্কোর ওনাহিকে কিনতে চায় ইউরোপের ক্লাবগুলো

কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে আজেদিন ওনাহি একজন।

ফরাসি ক্লাব অ্যাঞ্জার্স এসসিও’র এই খেলোয়াড়কে কিনতে উঠেপড়ে লেগেছে ইউরোপের ক্লাবগুলো। ইতোমধ্যে কয়েকটি ক্লাব ওনাহিকে দলে ভেড়াতে আঞ্জার্সকে প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি সাইদ শাবানে।

তিনি জানিয়েছেন, ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন। যদিও মৌসুমের শেষ পর্যন্ত ওনাহিকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী তার ক্লাব।

ওনাহিকে কেনার দৌড়ে আছে প্রিমিয়ার লিগসহ ইউরোপের অন্যান্য লিগের বেশ কয়েকটি ক্লাব। ওনাহিকে ধরে রাখতে জানুয়ারিতে তার সঙ্গে নতুন চুক্তি করতে চায় আঞ্জার্স এসসিও।

আরটিএল স্পোর্টসের সঙ্গে আলাপকালে ক্লাবটির সভাপতি বলেন, আমাদের কাছে আজেদিন ওনাহির জন্য ইউরোপের বড় ও মাঝারি ক্লাবগুলো থেকে প্রস্তাব এসেছে। ইতালি, স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সের ক্লাবগুলি থেকে এসব প্রস্তাব পেয়েছি। ওনাহিকে মৌসুমের শেষ অবধি ধরে রাখতে জানুয়ারিতে তার সঙ্গে নতুন চুক্তিতে যেতে চাই আমরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।