ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারের নতুন প্রেমিকা জেসিকা তুরিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
নেইমারের নতুন প্রেমিকা জেসিকা তুরিনি

কাতার বিশ্বকাপে গিয়ে নজর কেড়েছেন অনেক সুন্দরী। তাদের মধ্যেই একজন ছিলেন ব্রাজিলের এক মডেল জেসিকা তুরিনি।

ম্যাচ চলাকালীন তাকে দেখা গিয়েছিল স্টেডিয়ামে উপস্থিত থেকে মুঠোফোন দিয়ে ছবি তুলছেন, অথবা ভিডিও করছেন। এবার গুঞ্জন উঠেছে সেই মডেলের প্রেমেই নাকি পড়েছেন সেলেসাও সুপারস্টার জেসিকা তুরিনি।  

ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘জিশোডটগ্লোবো’ জানিয়েছে এই খবর। নেইমারের এই নতুন প্রেমিকা মডেলের পাশাপাশি একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সারও। ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন তুরিনি।  

নতুন বছরে নেইমারের আয়োজিত পার্টিতে বিভিন্ন তারকার পাশাপাশি আমন্ত্রণে এসেছিলেন এই তুরিনিও। সেখান থেকেই আঁচ করা যাচ্ছে, নেইমারের সঙ্গে কিছু একটা চলছে এই মডেলের। সাও পাওলোতে বসবাস করা এই মডেল করেন গো-কার্টস রেসও। সঙ্গে শুরু করেছেন সার্ফিংও।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।