ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে পেনাল্টি মিস তাড়িয়ে বেড়াবে হ্যারি কেইনকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
বিশ্বকাপে পেনাল্টি মিস তাড়িয়ে বেড়াবে হ্যারি কেইনকে

সময়ের সেরা দল নিয়ে কাতার বিশ্বকাপে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় তাদের দৌড়।

সেই হারের জন্য নিজেকেই দায়ী করছেন অধিনায়ক হ্যারি কেইন। যদিও ইংলিশদের একমাত্র গোলটি তারই করা। তবে শেষ মুহূর্তে সেই তিনিই আবার পেনাল্টি মিস করেন। যার ফলে ম্যাচে সমতায় ফিরতে পারেনি থ্রি লায়নরা।
 

সেই ভুত আজীবন তাড়িয়ে বেড়াবে হ্যারি কেইনকে। তবে খেলার মধ্যে এর প্রভাব পড়তে দেবেন টটেনহ্যাম ফরোয়ার্ড। তিনি বলেন, ‘সম্ভবত এটি আজীবন মনে রাখব আমি, তবে এটাই খেলার অংশ। খেলোয়াড়ি বা ব্যক্তিগত জীবনে এর প্রভাব পড়বে না। উন্নতি করতে কঠিন পরিশ্রমের ধারাটা চালিয়ে যাব। ’

‘হারের পর আমি যতটা দ্রুত সম্ভব আবারও মাঠে ফিরতে চেয়েছিলাম এবং তা মাথা থেকে ঝেড়ে ফেলতে চেয়েছিলাম। আমার জন্য কঠিন এক মুহূর্ত ছিল। এর মধ্য দিয়ে যাওয়া সহজ বিষয় নয়, তবে খেলায় উত্থান-পতনের অংশ এটি। ’

বিশ্বকাপের পর টটেনহ্যামের হয়ে ধারালও পারফরম্যান্স দিচ্ছেন হ্যারি কেইন। তিন ম্যাচে তিন গোল করেছেন এই ফরোয়ার্ড। মূলত সেই পেনাল্টি মিসই তাকে ক্ষুধার্ত করে তুলেছে। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর খেলা থেকে কয়েক দিন দূরে ছিলাম। একটু সময় নিয়েছি। এই সময়টা আমাকে আরও ক্ষুধার্ত হয়ে ফিরতে সহায়তা করেছে। ’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।